প্রকাশিত: অক্টোবর ৬, ২০২০
খবর বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক শিক্ষক দিবস-২০২০ উপলক্ষে রূপসা ওব্যাট থিংক ট্যাংকের উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (০৫ অক্টোবর) নগরীর খালিশপুরে ৩নং ক্যাম্পে ওব্যাট আইটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এজাজ আলম আরজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেসিসি’র ১২নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান, ১১, ১২ ও ১৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভিন আক্তার, ইউসেপ মহসিন খুলনা টেকনিক্যাল স্কুলের সিনিয়র শিক্ষক বিশ্বাস মোখতারুজ্জামান, স্যাটেলাইট টাউন সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, বঙ্গবন্ধু সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজিতাভ মল্লিক, দৈনিক কালান্তরের বার্তা সম্পাদক বেল্লাল হোসেন সজল। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, রুপসা ওব্যাট থিংক ট্যাংকের সভাপতি, সেক্রেটারিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।